• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে, নির্বাচনে জয়ী হলেন যারা

  • ''
  • প্রকাশিত ০৯ মে ২০২৪

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা রিসোর্স সেন্টারের ফলাফল ঘোষণা কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীন।

নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে ৩৮,৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলিউজ্জামান চৌধুরী টিটো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ এনায়েত হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২,৯০০ ভোট। ভাইস চেয়ারম্যান হিসেবে মাহমুদ হাসান সুমন তালা প্রতীকে ২০,৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রিপন শেখ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২,৪৫৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী শারমিন আক্তার টুকটুকি হাঁস প্রতীক নিয়ে ১৯,৬৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ শিল্পী আক্তার কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১১,৪৮৬ ভোট।

এছাড়াও চেয়ারম্যান পদে এবিএম রোকনুজ্জামান কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৪১ ভোট, মোঃ মাসুদুর রহমান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৩৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৫,৫৫২ ভোট, সাংবাদিক মুহাম্মদ ফজলুল হক মাইক প্রতীকে পেয়েছেন ২,৭৩২ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ ডলি পারভীন ফুটবল প্রতীক নিয়ে ১০,৩২৮ ভোট পেয়েছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন কঠোর অবস্থানে দেখা গিয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads